নায়ক দেব নাম দেব, আসল নাম দিপক অধিকারী। তিনি মহারাষ্ট ভারতের মুম্বাইতে ২৫ শে ডিসেম্বর ১৯৮২ সালে জন্মগ্রহন করেন (৩৪ বছর) । পরিবারে তিনি,তিনার একটি ছোট বোন মা এবং বাবা রয়েছেন । দেবের পিতার নাম গুরু অধিকারী এবং মায়ের নাম মৌসুমি অধিকারী। ছোট বোনের নাম দিপালী । তাকে সবাই রাজু নামেই ডাকে কারন তার ডাক নাম রাজু । মাহিসা নামক কেশপুরে এক ছোটগ্রামে জন্মগ্রহন করেন । তিনি তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রপুরে কাটান ।তিনি ব্রন্দ্রার হাই স্কুল এবং পরে পুনের বিদ্যাপাঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা করেন । চলচিত্রে আসার পর থেকে তাকে সবাই দেব তামেই চেনেন । চলচিত্রে তার আগমন অগ্নিশপথ সিনেমার মধ্যে দিয়ে, এই ছবিটিতে রচনা ব্যানার্জীর বিপরীতে কাজ করেন । পরে পায়েলের সাথে নায়ক হিসেবে আাই লাভ ইউ সিনামাটি করেন । তিনি ২০০৫ সালে চলচিত্রে আগমন করে এখন পর্যন্ত খুব ভাল পারফর্মান্সের সাথে কাজ করে যাচ্ছেন । আই লাভ ইউ সিনেমাটির পর তিনি অনেকগুলো জনপ্রিয় সিনেমা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ছবি গুলো হলো পরান যায় জলিয়া রে, পাগলু ১,পাগলু ২, খোকাবাবু,খেকা ৪২০,চ্যালেন্জ । ...
জিৎ, জিৎ এর স্ত্রী ও মেয়ে নায়ক জিৎ ও তার পরিবার কোলকাতার নাম্বার ওয়ান এ্যাকশন ও রুমান্টিক হিরু জিৎ । জন্মগত নাম জিতেন্দ্রনাথ মদনানী জিৎ । তিনি মহারাষ্ট ভারতের কোলকাতায় ১৯৭৮ সালের ৩০শে নবেম্বর মাসে জন্মগ্রহণ করেন । সেই সূত্রে তিনার বর্তমান বয়স ৩৮ বছর । (২০১৭)। তিনি প্রথমে সেন্ট জোসেফ এ্যান্ড মারি স্কুল ও পরে নিউ আলিপুরে পরাশুনা শেষে কোলকাতা বিশ্ববিদ্যালয় হতে গ্রেজুয়েশন কমপ্লিট করেন ।এএরপর কিছুদিন বাবার ব্যবসা দেখাশুনা করেন । এরমাঝে তিনি বিহ্মাত অভিনেতাদের অভিনয় ফলো করতে থাকেন । এক সময় তিনি ভিবিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে কথা বলেন, বিশেষ করে তার বন্ধু রাজেস সাহা । অবশেষে তিনি ২০০২ সালে সাথী সিনেমার মধ্যেদিয়ে চলচিএ্র জগতে আগমন করেন । তবে এর আগেও মুম্বাইয়ে কিছু সংখ্যক ইংলিশ ছেট গল্পে অভিনয়ে কাজ করেছিলেন । সাথী ছবিটির মাধ্যেমেই তিনি ভক্তদের নজর কারেন । এই ছবিতে নায়িকা হিসেবে জিৎ এর সাথে অভিনয় করেন প্রিয়াংকা । তারপর একাধারে দর্শকদের উপহার দেন মন স্পর্শ করার মত কয়েকটি ছবি । তার মধ্যে উলেখযোগ্য ছবিগুলো হলো, বস, জোস,ফাইটার,পাওয়ার,100% লাভ,আওয়ারা,বচ্চন এবং সংগী ।...
সবাইকে আবারও স্বাগত আমার বাংলা ব্লগে,যদিও এটি অনলাই ইনকামিং গাইডলাইন বিষয়ক। তবুওও ভিন্ন কিছু বিষয় নিয়ে লিখতে হয় মাঝে মাঝে। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের বাংলাদেশেই তৈরী নাম্বার ওয়ান ফ্রিজার ও রেফ্রিজারেটর এর সাথে। আপনারা হয়তো হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন আমি কোন ফ্রিজের কথা বলছি, হ্যা যমুনা রেফ্রিজারেটর, কেন সবচেয়ে সেরা তার কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করবো। ১/ সয়ংক্রীয় অটোমেশিনে তৈরী,তাই ফিনিশিং এর দিক থেকে নাম্বার ওয়ান। ২/ এক্সট্রা তোর উইডস,তাই দেখতে খুবই সুন্দর দেখায়। ৩/ গ্লাস ডোর টেকনোলজি, যা অতি সহজেই পরিষ্কার করা যায়। ৪/ উন্নতমানের গ্যাসকেট ১০০% ব্যাকটেরিয়া মুক্র রাখে। লিক হওয়ার সম্ভবনা একদম নেই। ৫/ হাই ইফেসিয়েন্সি কম্প্রে...
Comments
Post a Comment